বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে বেঙ্গল সাফারিতে অনুষ্ঠানের আয়োজন

শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বরঃ বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে মঙ্গলবার শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হল।এদিন গন্ডার দিবসের অনুষ্ঠানের সূচনা করেন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি।এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে গরুমারা এবং জলদাপাড়া অভয়ারণ্যের ৬ জন বনকর্মীকে সম্মানিত করেন বনমন্ত্রী।


“বেআইনি কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না, যারা ভালো কাজ করবেন তাদের সম্মান এবং যারা কাজে গাফিলতি করবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে” অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানান বনমন্ত্রী রাজীব ব্যানার্জি।

বনমন্ত্রী রাজীব ব্যানার্জি বলেন, গন্ডার গোটা বিশ্বের মধ্যে দুটি জায়গায় পাওয়া যায়।আফ্রিকা এবং ভারতে।ভারতের দুটি রাজ্য অসম ও পশ্চিমবঙ্গে গন্ডারের সংখ্যা বেশী। ১৯৬৫ সালে ডুয়ার্সের গরুমারা, জলদাপাড়া অভয়ারণ্যে গন্ডারের সংখ্যা ছিল ২০টি।২০২০ সালে গন্ডারের সংখ্যা ৩০০ তে পৌঁছেছে।রাজ্যের জন্য তা গর্বের।তিনি আরও বলেন, গোটা রাজ্যে উত্তরবঙ্গের পাশাপাশি ঝাড়গ্রাম, মেদনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে প্রায় ২ হাজার বনকর্মী নিয়োগ করা হবে। 


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş