শিলিগুড়ি,১৮ মার্চঃ বেদব্যাস অ্যাকাডেমির যৌথ উদ্যোগে গত ৮ মার্চ অন্তঃরাস্ট্রীয় মহিলা দিবসে বাস্তুদোষ নির্নয় ও তার সমাধানে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড ইউনাইটেড কিংডম পুরস্কার পেলেন মেয়ে শিলিগুড়ির পূর্ণিমা সোনার।
আজ শিলিগুড়ির সেবক রোডের একটি হোটেলে পূর্ণিমার এই সাফল্যে জন্য তাকে শুভেচ্ছা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে পূর্ণিমাকে শুভেচ্ছা জানান দেশের বিখ্যাত জ্যোতিশাস্ত্র তথা বাস্তু এক্সপার্ট পন্ডিত ডাঃ দিবাকর শর্মা।
ডাঃ দিবাকর শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাস্তু সম্পর্কিত বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং করোনা ভাইরাস নিয়ে সকলকে সতর্ক থাকতে বলেন।