শিলিগুড়ি,২ ফেব্রুয়ারিঃ পরিচারিকার কাজ খুঁজতে এসে বাইক চুরির পরিকল্পনা।স্থানিয়দের সহযোগিতায় এক মহিলাকে আটক করল পুলিশ।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ১৬ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল থেকেই এলাকায় ঘোরাফেরা করছিল ওই মহিলা।সেখানে কয়েকটি বাড়িতে গিয়ে পরিচারিকার কাজের খোঁজও করছিলেন ওই মহিলা।অভিযোগ,কিছুক্ষণ পর এলাকারই একটি ফ্ল্যাটের নিচে দাড়িয়ে একটি বাইকের কাছে সন্দেহজনক ভাবে ঘুরছিল ওই মহিলা।এরপরই এক ভ্যান চালক ও এক রিকশা চালককে এলাকায় নিয়ে আসে মহিলা।এরপর বাইকটিকে ভ্যানে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে মহিলা।এদিকে ফ্ল্যাটের ওপর থেকে বিষয়টি নজরে পড়তেই বাইক মালিককে খবর দেন এক ব্যক্তি।সঙ্গে সঙ্গে নিচে নেমে এসে ওই মহিলাকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে বাইক মালিক।এরপরই স্থানীয়রা ওই মহিলাকে একটি বিদ্যুতের খুটির সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেয়।পাশাপাশি ভ্যান চালক সহ রিকশা চালককেও আটকে রাখা হয়।খবর পেয়ে এলাকায় পৌছায় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।মহিলা সহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
অন্যদিকে স্থানীয়দের কাছে ভ্যান চালক জানায় যে, ওই মহিলা তাদের কাছে গিয়ে বলেছিলেন বাইকটি তার নিজস্ব এবং সেটি বিক্রি করতে নিয়ে যাবে সে।সে কারনেই তারা ওই এলাকায় এসেছিল।