রাজগঞ্জ,৩০ জুনঃ আগামীকাল রথযাত্রা।করোনা আবহে গত ২ বছর সাড়ম্বরে রথযাত্রা অনুষ্ঠিত হয়নি।তাই এবছর করোনা আবহ কাটতেই রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ির চন্দ বাড়ির রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে।বাবা-ঠাকুরদাদের আমল থেকেই এই চন্দ বাড়ির রথ যাত্রা হয়ে আসছে।প্রথমে ওপার বাংলায় রাখাল চন্দ ১৪ বছর রথ যাত্রা করেন।দেশভাগের পর এপার বাংলায় আসার পর সুনীল চন্দ আমবাড়িতে এই রথ যাত্রা শুরু করেন।এখন তার চার ছেলে এই রথযাত্রা করে আসছেন।চলছে তারই প্রস্তুতি।
চন্দ বাড়ির সদস্য অনিমেষ বাবু জানান, বাবা-ঠাকুরদারা এই রথযাত্রা শুরু করেছিলেন।এখন আমরা ভাইরা মিলে এই রথযাত্রা করে আসছি।আগামীকাল নিয়ম নিষ্ঠা মেনে পুরো আমবাড়ি এই রথ পরিক্রমা করবে।তারপর ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হবে।