শিলিগুড়ি,২৩ মার্চঃ বহু জায়গায় দেখা গিয়েছে সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীরা কালোবাজারি শুরু করে দিয়েছে। বিশেষ করে চাল। কৃত্রিম কালোবাজারির সৃষ্টি করে দামও বাড়িয়ে দিচ্ছেন হু হু করে। কিন্তু উল্টো চিত্র বিধান মার্কেটের কিছু দোকানে। সেখানে ব্যবসায়ীরা ১ বস্তার বেশী চাল দিচ্ছেন না কাউকেই। প্রচুর মানুষ অপ্রয়োজনেই ৩-৫ বস্তা করে চাল বাড়ি নিয়ে যাচ্ছেন। তা রুখতেই এই সিদ্ধান্ত।
কিঙ্কর সাহা ও খোকন সাহা নামে দুই ব্যবসায়ী জানান, মানুষে বিনা কারণেই বাড়িতে বাড়তি চাল মজুত করছে। তা বন্ধ করতেই ১ বস্তার বেশী চাল কাউকেই দিচ্ছিনা। দোকান খোলা থাকছে। মানুষ যখন দরকার পড়বে তখন এসে চাল কিনতে পারবে। কারোর থেকে বেশী দাম নেওয়া হবে না।