শিলিগুড়ি, ২০ নভেম্বরঃ শিলিগুড়িতে উদ্বোধন হল নতুন বাসস্ট্যাণ্ডের। তিনবাত্তি মোড়ে এনবিএসটিসি এর নতুন বাসস্ট্যান্ডের উদ্বোধন হল বুধবার। প্রায় আড়াই একর জমির উপর নতুন বাসস্ট্যান্ডটি তৈরি করা হয়েছে। তিনবাত্তি মোড় থেকে গেট বাজার যাওয়ার রাস্তায় এনবিএসটিসি এর জমিতে এর আগে অফিস ছিল। এরপর তা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
সেই জমিতে বাসস্ট্যাণ্ড তৈরির কাজ শুরু করে শিলিগুড়ি পুরনিগম। প্রথম পর্যায়ের কাজ শেষ হতেই বাসস্ট্যান্ডটি উদ্বোধন করা হল। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
আপাতত চারটি রুটের লোকাল বাস নতুন বাসস্ট্যাণ্ড থেকে চালাবে এনবিএসটিসি। পানিট্যাঙ্কি, খড়িবাড়ি, নকশালবাড়ি ও পাহাড়গুমিয়া এই চারটি রুটে ১২ টি বাস চালানো হবে।
অন্যদিকে কোর্টমোড় থেকে বেসরকারি লোকাল বাসগুলি চলাচল করে। সেই বাসগুলিকে নতুন বাসস্ট্যাণ্ড থেকে চালানোর ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন মেয়র গৌতম দেব। কিন্তু তাতে বেসরকারি বাস মালিক সংগঠন রাজি হয়নি। তবে এই সমস্যা মিটিয়ে শহরের যানজট কমাতে বেসরকারি বাসগুলিকে তিনবাত্তি মোড়ের বাসস্ট্যাণ্ড থেকে আগামীতে চালানো হবে বলে জানান মেয়র ও এনবিএসটিসি চেয়ারম্যান।
New Busstand NBSTC Siliguri to Raiganj, Dalkhola Bus chalu korle onek subidha hoi