শিলিগুড়ি,২০ আগস্টঃ শিলিগুড়ির মহানন্দা নদী, ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন গ্রিন ট্রাইব্যুনালের প্রতিনিধি দল।এদিন শিলিগুড়ির বিভিন্ন এলাকায় যান তারা।এদিন পলিউশন কন্ট্রোল বোর্ড, পুরনিগমের আধিকারিকদের নিয়ে পরিদর্শন করেন তারা।এছাড়াও অন্যান্য দফতরের আধিকারিকেরাও ছিলেন।
শিলিগুড়ির বিভিন্ন জায়গায় গিয়ে নদীগুলির পরিস্থিতি দেখেন।নদী দূষণ রুখতে পুরনিগম কী কাজ করছে তা নিয়েও খোঁজ নেন।অন্যদিকে ডাম্পিং গ্রাউন্ডেও যান।সেখানেও বিভিন্ন বিষয় নিয়ে পুরনিগমের আধিকারিকদের সঙ্গে কথা বলেন গ্রিন ট্রাইব্যুনালের অন্যতম সদস্য ও বিচারপতি শৈবাল দাশগুপ্ত।তবে এদিন তিনি কিছু বলতে চাননি।
গৌতম দেব জানান, বিভিন্ন দফতরের আধিকারিকেরা এসেছেন।রাজ্যের নানা জায়গায় গিয়েছেন।এর ফলে পুরনিগম এলাকাগুলির সুবিধাই হবে।