আর কিছুদিন পরেই ছিল বিয়ে, তার আগেই শিলিগুড়িতে ঘর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ

শিলিগুড়ি,১৭ ফেব্রুয়ারিঃ আগামী মার্চ মাসেই বিয়ের কথা ছিল যুবকের।তার আগে শুক্রবার ঘরের ভেতর থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ।মৃতের নাম ব্রিজ কুমার পাসওয়ান।


শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের ডিজেল কলোনির ঘটনা।আগামী ১১ মার্চ তার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল।ইতিমধ্যেই বিয়ের কেনাকাটাও সারা হয়ে গিয়েছিল।কিন্তু তার আগেই ঘটল অঘটন।শুক্রবার ঘরের ভেতর থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ।মুহূর্তের মধ্যেই বিয়ে বাড়ির আনন্দ বিষাদে পরিণত হল।

মৃতের পরিবার সূত্রে খবর, ব্রিজ কুমার সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত ছিল।শুক্রবার দুপুরে ব্রিজ কুমার খাবার খেয়ে তার দাদার কোয়াটারে ঘুমাতে যায়।এরপর সন্ধ্যায় তার দাদা ঘরের দরজা খোলার জন্য তাকে ডাকাডাকি করলে ভেতর থেকে কোনও সাড়া না পেলে সন্দেহ হয়।এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের ভেতর ব্রিজ কুমারের ঝুলন্ত দেহ দেখতে পায় তার দাদা।ঘটনার পরই দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।আচমকা এরকম ঘটনায় হতবাক ব্রিজ কুমারের পরিবার।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।        


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *