রাজগঞ্জ, ৪ জুলাইঃ কয়েকদিনের বৃষ্টির জেরে ধসে গিয়েছে কালভার্টের একাংশ, ফলে বিপজ্জনক হয়ে রয়েছে রাস্তা। বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর – কালিনগর পাকা রাস্তার মাঝে হারিয়ার বাড়ি এলাকার একটি কালভার্টের কিছু অংশ বৃষ্টির জলের চাপে ধসে গিয়েছে।
বন্ধুনগর-কালিনগর পাকা রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। এই রাস্তার মাঝে হারিয়ারবাড়ি এলাকায় একটি কালভার্টের কিছু অংশ বৃষ্টির জলের চাপে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। ভারী যানবাহন চলাচল করলে যে কোনো সময় ভেঙে পড়তে পারে।
এদিন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত ও পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা। কালভার্টের পরিস্থিতি বিবেচনা করে একটা অংশে ব্যারিকেড দেওয়া হয়।
মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত বলেন, ওই কালভার্টটি PMGSY প্রকল্পে তৈরি করা। এছাড়া মেরামত করতে প্রচুর টাকার প্রয়োজন।আমাদের গ্রাম পঞ্চায়েতের থেকে তৈরি করা সম্ভব নয়। তাই বিষয়টি রাজগঞ্জের বিডিও এবং জলপাইগুড়ি জেলা পরিষদকে জানানো হয়েছে। খুব শীঘ্রই যাতে মেরামত করা হয় সেই চেষ্টা করব।