শিলিগুড়ি,১১ অক্টোবরঃ ৮১ বছরে পা দিলেন অমিতাভ বচ্চন।তাঁর অভিনয় বছরের পর বছর ধরে মুগ্ধ করে রেখেছে দেশ–বিদেশের অগণিত দর্শককে।কখনও তিনি অমিত জি, কখনও বিগ বি, কখনও অ্যাংরি ইয়ং ম্যান, আবার কখনও শাহেনশাহ।নিজের অভিনয় দক্ষতা ও ক্যারিশমা দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন তিনি।পাঁচ দশক ধরে ভারতীয় সিনেমা জগতের মেগাস্টার তিনি।
বুধবার শিলিগুড়ির সেবক রোডের একটি শপিংমলে অমিতাভ বচ্চন ফ্যান ক্লাব নর্থ বেঙ্গলের তরফে বিগ বি‘র ৮১ তম জন্মদিন পালন করা হল।উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক।অমিতাভ বচ্চনের নামাঙ্কিত কেক কেটে ভক্তরা আনন্দে মেতে উঠেন। এরপর অনুষ্ঠান মঞ্চে বিগ বি‘র সিনেমার গান বাঁধেন স্থানীয় শিল্পীরা।
নিজের ফিল্ম কেরিয়ারে ২০০টিরও বেশি ছবি করেছেন বিগ বি।১৯৭১ সালে ঋষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘আনন্দ‘ দিয়ে পথ চলা শুরু তাঁর।১৯৭৩ সালে জঞ্জির এবং নমক হারাম–এ অভিনয় করে তিনি সকলের মন জয় করেন।ভক্তদের ভালোসার পাশাপাশি পেয়েছেন অগণিত পুরষ্কার।বিগ বি‘র দীর্ঘায়ু কামনা করে ৮১ বছরের জন্মদিন উদযাপন করতে পেরে রীতিমত উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।