খড়িবাড়ি,১৮ জানুয়ারিঃ বিদেশি মদ সহ তিনজনকে গ্রেফতার করল খড়িবাড়ি সংলগ্ন গলগলিয়া থানার পুলিশ।ঘটনায় একটি গাড়িও আটক করা হয়েছে।
জানা গিয়েছে, এদিন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।ওই গাড়িটিতে করে লুকিয়ে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল এই বিদেশি মদ।গাড়িটি থেকে ৭৫০ এমএল এর ৫১ বোতল রয়েল ব্লু এবং ২ বোতল বিয়ার উদ্ধার হয়েছে।