শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ অনলাইন সোশ্যাল সাইটের মাধ্যমে বাইক বিক্রি করছেন? তাহলে সাবধান হয়ে যান।আপনার সঙ্গেও ঘটতে পারে এমন ঘটনা।সাবধান না হলে প্রতারিত হতে পারেন আপনিও।
শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত ৪৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহীদ নগরের বাসিন্দা রেহান থাপা।সম্প্রতি নিজের বাইক বিক্রির জন্য সোশ্যাল সাইটে বাইকের ছবি দিয়েছিলেন।এরপর শশাঙ্ক চক্রবর্তী ও প্রকাশ সিকদার নামে দুই যুবক বাইক কেনার বিষয়ে রেহানের সঙ্গে যোগাযোগ করে।গত ১৯ নভেম্বর দুজন বাইক দেখতে শহীদনগর যায়।এরপর টেস্ট ড্রাইভের নাম করে রেহানের কাছ থেকে বাইকটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় শশাঙ্ক চক্রবর্তী ও প্রকাশ সিকদার।এরপরই এই বিষয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রেহান থাপা।ঘটনার তদন্তে নেমে শশাঙ্ক ও প্রকাশকে গ্রেফতার করে পুলিশ।শশাঙ্ক মাঝাবাড়ি ও প্রকাশ চয়নপাড়ার বাসিন্দা।তাদের কাছ থেকে বাইকটি উদ্ধার করেছে পুলিশ।আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।