শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগর এলাকায় একটি বাড়িতে রংয়ের কাজ করতে গিয়ে চুরি।এই ঘটনায় একজনকে গ্রেফতার করলো আশিঘর ফাঁড়ির পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার অলংকার। ধৃতের নাম শৈবাল দে সরকার।দক্ষিণ শান্তিনগর এলাকারই বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ ডিসেম্বর দক্ষিণ শান্তিনগরের বাসিন্দা নিপেন্দ্র বর্মনের বাড়িতে রংয়ের কাজ করতে যায় শৈবাল।কাজের ফাঁকে সুযোগ বুঝে বাড়ির লকার থেকে বেশ কয়েকটি সোনার অলংকার চুরি করে নেয় সে।কিছুদিন পর লকার খুলতেই চুরির ঘটনা নজরে আসে বাড়ি মালিকের। এরপরই আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং অভিযুক্ত শৈবাল দে সরকারকে চিহ্নিত করে। এরপর ১৪ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়।ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় সে স্বীকার করে যে চুরি করা সোনার অলংকার নিজের বাড়িতেই লুকিয়ে রেখেছে।
এরপর বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া সোনার অলংকার উদ্ধার করে পুলিশ। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
