ফুলবাড়িতে সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফুলবাড়ি ২৫ ডিসেম্বরঃ সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড।ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ির ঘর।বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকায়।


জানা গিয়েছে, পশ্চিম ধনতলার বাসিন্দা কৃষ্ণপদ সরকার তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন।তিনি পেশায় একজন মৎস্যজীবী।এদিন সকালে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।সেই সময় বাড়ির অন্যান্য সদস্যরা বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎই প্রতিবেশীরা তার বাড়ি থেকে আগুনের শিখা উঠতে দেখেন।মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।এরপর তৎপরতার সাথে আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রা। তবে ততক্ষণে ঘরে থাকা সমস্ত আসবাবপত্র,বাসনপত্র, জামাকাপড় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির সদস্যরা বলেন , আমরা সামান্য কাজ করে কোনওমতে সংসার চালাই। আগুনে সবকিছু পুড়ে শেষ হয়ে গেল।এখন আর কিছুই অবশিষ্ট নেই।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *