গজলডোবা,২৮ এপ্রিলঃ গজলডোবায় কমিউনিটি টয়লেটের উদ্বোধন করলেন বিধায়ক খগেশ্বর রায়। সোমবার গজলডোবা ব্যারেজ সংলগ্ন মিলনপল্লী এলাকায় নবনির্মিত কমিউনিটি টয়লেটের উদ্বোধন করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির আর্থিক সহযোগিতায় প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে এই আধুনিক কমিউনিটি টয়লেটটি নির্মাণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের চাহিদা মেটাতে এই টয়লেট নির্মিত হয়েছে বলে জানান বিধায়ক। তিনি বলেন, গজলডোবা একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখানে আগত পর্যটকদের ও এলাকার মানুষের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালবাজারের মহাকুমাশাসক শুভম কুন্দল, মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা রায়, সমাজসেবী ললিত রায়, প্রসেনজিৎ দে, সুব্রত বিশ্বাস সহ অন্যান্যরা।