ট্রাফিক পুলিশদের হাতে গ্লুকোজ ও জল তুলে দিলেন সমাজকর্মী

রাজগঞ্জ, ২২ আগষ্টঃ তীব্র দাবদাহে রোদের মধ্যে দাঁড়িয়ে নিজেদের দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশেরা। সেই দাবদাহ থেকে কিছুটা স্বস্তি দিতে ট্রাফিক পুলিশদের হাতে গ্লুকোজ ও জল তুলে দিলেন সমাজকর্মী দেবাশীষ সর্দার। বৃহস্পতিবার ফুলবাড়ি- গজলডোবা রাজ্য সড়কের সাহুডাঙ্গি সংলগ্ন নাওয়াপাড়া ক্যানেল মোড়ে কর্মরত ট্রাফিক পুলিশদের হাতে গ্লুকোজ ও জলের বোতল তুলে দেন তিনি। এছাড়া গাড়ি চালকদের হাতেও জলের বোতল তুলে দেন।


সমাজকর্মী দেবাশীষ সর্দার বলেন, এই প্রচন্ড গরমের মধ্যে ট্রাফিকে কর্মরত অফিসার ও সিভিক ভলেন্টিয়াররা নিজেকে দায়িত্ব পালন করে চলেছেন। আজ তাদের কথা ভেবে গরম থেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য গ্লুকোজ ও জলের বোতল তুলে দেওয়া হল। আগামীতেও বিভিন্ন ট্রাফিক পয়েন্টে এই কর্মসূচি নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom