শিলিগুড়ি, ১৫ ডিসেম্বরঃ পাহাড়ে সমতলের গাড়ি চালকদের হেনস্থার অভিযোগে সরব হলেন বিভিন্ন চালক সংগঠনের প্রতিনিধিরা।সমস্যার সমাধান চেয়ে মেয়র গৌতম দেবের সঙ্গে বৈঠক করলেন তারা। সোমবার শিলিগুড়ি পুরনিগমের সভা কক্ষে এই বৈঠক করা হয়।
এদিনের বৈঠকে চালক সংগঠনগুলির প্রতিনিধিরা চালকদের হয়রানির বিষয়টি তুলে ধরেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, চালক সংগঠনগুলি আগেই লিখিতভাবে বিষয়টি জানিয়েছিল।তবে শহরের বাইরে থাকায় বিষয়টি তখন জানা সম্ভব হয়নি। শহরে ফিরে এসে আজ বৈঠক করে সমস্ত সমস্যার কথা শোনা হল।
তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা কখনই কাম্য নয়। আমি ইতিমধ্যেই জিটিএ-র আধিকারিকদের সঙ্গে কথা বলছি, যাতে বিষয়টি আলোচনার মাধ্যমে দ্রুত মিটিয়ে নেওয়া যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।এই সমস্যা দীর্ঘস্থায়ী হলে শুধুমাত্র চালকরাই নয়, পর্যটকরাও অসুবিধার মুখে পড়বেন। তাই দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
