শিলিগুড়ি,১ আগস্টঃ অপরাধ রুখতে ও অপরাধীদের দমন করতে শহরের প্রতিটি রাস্তায় টহল দেবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। পুজোর আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই পুলিশের এই উদ্যোগ। বর্তমানে শহরে প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে অপরাধের খবর উঠে আসছে, তাই মানুষের নিরাপত্তা সুনিশ্চিত দুটি নতুন উদ্যোগ গ্রহন করতে চলেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এখন থেকে শহরের প্রতিটি রাস্তায় টহল দিতে হবে প্রতিটি থানার পুলিশকে পাশাপাশি পুরো শহরে নজরদারি চালানোর জন্য তৈরি করা হচ্ছে নতুন সিসিটিভি রুম।
এই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর জানান, সামনেই দূর্গাপুজো রয়েছে তাই শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রস্তুতি শুরু হয়েছে। তিনি আরও বলেন, সিসিটিভি রুম তৈরির পাশাপাশি প্রতিটি রাস্তায় টহল অভিযান শুরু করা হচ্ছে।