শিলিগুড়িতে ফোর লেনের রাস্তা নির্মাণের জন্য ঘর ভাঙতে গিয়ে বাঁধার মুখে পড়লো পিডব্লিউডি, পুনর্বাসনের দাবী বাসিন্দাদের

শিলিগুড়ি, ৬ ডিসেম্বরঃ ফোর লেনের রাস্তা নির্মাণের জন্য ঘরছাড়া হতে হবে শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি লেনে বসবাসকারী ৩১টি পরিবারকে।স্থায়ী পুনর্বাসন না পাওয়া অবধি ঘর ছাড়তে নারাজ বাসিন্দারা।


জানা গিয়েছে, আজ ঘর ভাঙতে আসা পিডব্লিউডি কর্মীদের সঙ্গে বাসিন্দাদের বিবাদ হয়।ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।স্থানীয়রা জানান, তাদের অস্থায়ীভাবে অন্যত্র যাওয়ার কথা বলা হচ্ছে।তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা জায়গা খালি করবেন না জানিয়ে দেয়। অবশেষে স্থানীয়দের বিক্ষোভের জেরে জেসিবি নিয়ে ফিরে যান পিডব্লিউডি কর্মীরা।

উল্লেখ্য, বালাসন থেকে বেঙ্গল সাফারি আর্মি ক্যান্টনমেন্ট পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণের কাজ চলছে।এই প্রকল্পের কাজ সম্পন্ন করতে চম্পাসারি সার্কিট হাউসের কাছে ৪৫ নম্বর ওয়ার্ডে পিডব্লিউডি লেনে বসবাসকারী ৩১টি পরিবারকে সেখান থেকে সরে যেতে হবে।
জানা গিয়েছে, এই পরিবারগুলি প্রায় ৪০ বছর ধরে বসবাস করে আসছে।কয়েক মাস আগে, পিডব্লিউডি লেনে বসবাসকারী এক ব্যক্তি তার বাড়ি হারানোর নোটিশ পেয়েই মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন।এরপরই মেয়র গৌতম দেব এই পরিবারগুলিকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন এবং এমনকি তাদের হাতে কাগজপত্রও তুলে দিয়েছিলেন। যদিও সেই কাগজপত্র পরে ফেরত নেওয়া হয়।
বর্তমানে রাস্তা নির্মাণ কাজ দ্রুত করতে বাড়িগুলি ভেঙে ফেলার প্রস্তুতি নিচ্ছে পিডব্লিউডি।তবে পুনর্বাসন ছাড়া অন্যত্র সরে যেতে রাজি নয় পরিবারগুলি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *