রাজগঞ্জ, ১১ ডিসেম্বরঃ পথশ্রী-৪ প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজের শিলান্যাস হল রাজগঞ্জের মাঝিয়ালিতে।
বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত মোটাগছে এই রাস্তার শিলান্যাস করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়,রাজগঞ্জ পঞ্চায়েতের সমিতির সভাপতি রুপালি দে সরকার, জয়েন্ট বিডিও সৌরভ মন্ডল সহ অন্যান্যরা।নতুন এই রাস্তা তৈরি হবে আমবাড়ি-হাতিমোড় রাজ্যে সড়কের মোটাগছ থেকে রায়সাহেব পঞ্চানন বর্মার উপনয়নের করতোয়া ঘাট পর্যন্ত। মোট দৈর্ঘ্য ১.৭০০ কিলোমিটার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৪৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই রাস্তা।
এদিন বিধায়ক ছাড়াও এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়,সমাজসেবী অরিন্দম ব্যানার্জি, নীলাদ্রি ঘোষ,মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা।
