খড়িবাড়ি, ৫ ডিসেম্বরঃ এবার মাদক পাচারে অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা। মাদক পাচার করতে গিয়ে এসএসবির জালে ধরা পড়লো তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা সুরজিৎ সাহা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফ্লাইওভারে মাদক হাতবদল করার অপেক্ষা করছিল।সেইসময় এসএসবি গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ছাত্র নেতাকে আটক করে।তার হেফাজত থেকে ১০২ গ্রাম মরফিন উদ্ধার করে এসএসবি।উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা।
পরে ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।এসএসবি’র অভিযোগের ভিত্তিতে সুরজিৎ সাহাকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
ধৃত সুরজিৎ সাহা নকশালবাড়ি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত।কলেজে পড়াশোনা শেষ হলেও ধৃত শাসকদলের একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। এদিকে মাদক কারবারে তৃণমূলের ছাত্র নেতা গ্রেফতার হতেই কটাক্ষ বিজেপির।
