শিলিগুড়ি,৩ জানুয়ারিঃ আসল ডিম, নাকি প্লাস্টিকের ডিম?এবার শিলিগুড়িতে প্যাটিসের মধ্যে প্লাস্টিকের ডিম রয়েছে বলে অভিযোগ উঠল।বুধবার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায়।
এদিন এক যুবক ওই এলাকা থেকে একটি ঠেলা গাড়ি থেকে ডিম প্যাটিস কেনেন।পরে সেটি খাওয়ার সময় কিছু অস্বাভাবিকতা মনে হলে প্যাটিস থেকে ডিম বের করে তা আগুনে পুড়িয়ে দেখেন।এদিকে আগুনের সংস্পর্শে আসতেই ডিম দিয়ে প্লাস্টিকের পোড়া গন্ধ বের হয়।এরপরই ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।যুবকের অভিযোগ,প্যাটিসের মধ্যে প্লাস্টিকের ডিম দিয়ে বিক্রি করা হচ্ছিল।
অন্যদিকে এই বিষয়ে ওই প্যাটিস বিক্রেতা জানান, ওই যুবক আমাকে জানিয়েছে বিষয়টি।আমরা অন্য জায়গা থেকে প্যাটিস কিনে এনে বিক্রি করি।যে দোকান থেকে প্যাটিস কিনে আনা হয়েছে সেখানে বিষয়টি জানানো হবে।