শিলিগুড়ি, ২৪ মেঃ বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স।ধৃতদের নাম কুরবান ফরাজি ও মহসিন শেখ।
জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন জটিয়াকালীর কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাক আটক করে স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকেরা।সেই ট্রাকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট।গ্রেফতার করা হয় দুজনকে।
পুলিশ সূত্রে খবর, ধৃত দুজন মুর্শিদাবাদ জেলার বাসিন্দা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় অসমের ডিমাপুর থেকে এই ট্যাবলেট নিয়ে মুর্শিদাবাদে পৌঁছে দেওয়ার কথা ছিল।
মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।
