শিলিগুড়ি, ৪ অক্টোবরঃ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ২ অভিযুক্তকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর গোপন সূত্রের খবরের ভিত্তিতে তেনজিন নোরগে বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে ১৯৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ রাণা ঠাকুর এবং কমল ঠাকুরকে গ্রেফতার করে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ।
এরপর আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হলে দুজনকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।