শিলিগুড়ি, ২৪ মেঃ ইয়াস নিয়ে শিলিগুড়ি পুরনিগমে জরুরি বৈঠকে বসল প্রশাসকমন্ডলী।এদিন বিভিন্ন দপ্তরের সঙ্গে আলচনায় বসে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকমন্ডলীর সদস্যরা।দীর্ঘক্ষন বৈঠক হয়।
বৈঠক শেষে পুর প্রশাসক গৌতম দেব বলেন, দু-তিনদিনের মধ্যে বাংলায় ইয়াসের প্রভাব পড়বে।এখানে ঝড়বৃষ্টি হলে তার সঙ্গে কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়েই এদিন আলোচনা হয়েছে।বিভিন্ন দপ্তরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।পুরনিগমের তরফে বেশকিছু জলের ট্যাঙ্কার তৈরি রাখা হয়েছে জল সরবরাহ স্বাভাবিক রাখতে।পিএইচই থেকে প্রায় ১ লক্ষ জলের পাউচ প্যাকেট তৈরি রাখা হচ্ছে।যদি কোনোভাবে ঝড়ে ক্ষতিগ্রস্থ হয় সেই জল যাতে পৌঁছানো যায় বিভিন্ন এলাকায়।এছাড়াও পুরনিগমে একটি কন্ট্রোল রুমও খোলা হচ্ছে।পাশাপাশি খাবার সামগ্রীও তৈরি রাখা হচ্ছে।ঝড়ে কোথাও যদি গাছ পড়ে যায় সেক্ষেত্রে যাতে তড়িঘড়ি সেই গাছ কেটে যোগাযোগ স্বাভাবিক রাখা যায় সে প্রচেষ্টাও চালানো হবে বলে জানিয়েছেন গৌতম দেব।
আগামীকাল ফের ইয়াস নিয়ে শিলিগুড়ি পুরনিগমে আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।