শিলিগুড়ি, ১২ জানুয়ারিঃ ইয়োলো ব্রেস্টেড বান্টিং।চড়াই প্রজাতির এই পাখিটি আজ বিলুপ্তির পথে।সারা পৃথিবীতে এর সংখ্যা হয়ে দাঁড়িয়েছে মাত্র ২০০০ এর কাছাকাছি।ইউরোপিয়ান এই পাখিটি ঝোপঝাড়ে বসবাস করে থাকে।সেখানকার খাবার খেয়ে বেঁচে থাকে তারা।সেই কারণে বেছে নিয়েছিল শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝাড় এলাকাকে।সেখানেই দেখা দেখা মেলে ১৫ থেকে ২০টি ইয়োলো ব্রেস্টেড বান্টিং নামক পাখিটিকে।
বর্তমানে শিলিগুড়িতে এই পাখির দেখা মিললেও ক্রমশ কমছে সংখ্যা, সেই কারণে পৃথিবীতে পাখিটির অস্তিত্ব ধরে রাখতে উদ্যোগী হয়েছে অপ্টোপিক নামক পরিবেশপ্রেমী সংস্থা।
সংস্থার কর্ণধার দিপজ্যোতি চক্রবর্তীর উদ্যোগে রবিবার পোড়াঝাড় এলাকায় গিয়ে এই বিরল প্রজাতির পাখিটিকে বাঁচাবার উদ্যোগ গ্রহণ করা হয়।স্থানীয় গ্রামবাসী ও ফাঁসিদেওয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি, এলাকার বিডিও উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত করেন তিনি।কিভাবে পুনরায় সেই বিরল প্রজাতির পাখির সংখ্যা বৃদ্ধি করা যায় সেই আলোচনা করেন।
দিপজ্যোতি চক্রবর্তী জানান, সকলে এক সঙ্গে একমত হয়ে এগিয়ে না আসলে হয়তো কয়েক বছরের মধ্যেই পৃথিবী থেকে হারিয়ে যাবে এই পাখিটি।সেই কারণে তাদের ফিরিয়ে আনতে গেলে প্রয়োজন ঝোপঝাড়।সে কারণে ওই এলাকায় ঝোপঝাড় কিভাবে বাড়ানো যায় তার পরিকল্পনা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেন তারা।