আলিপুরদুয়ার,১৭ এপ্রিলঃ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি ডাম্পার।অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সাধারণ মানুষ।
বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়কের বারবিশার বানিয়া বাড়ি এলাকায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
স্থানীয় বাসিন্দা রণজিৎ বর্মন বলেন, এই গাড়ি গুলোর অত্যাচারে রাস্তায় চলা যায় না।গাড়িগুলো কোনো কিছুই নিয়ম মানে না।দ্রুত গতিতে চলে।
বিজেপি জেলা সম্পাদক বিপ্লব দাস জানান, এই ডাম্পার গুলো নিয়ম না মেনে চলে।ওভার লোড বালি পাথর বোঝাই করে খালাসী দিয়ে গাড়ি চালাচ্ছে।