শিলিগুড়ি,১ অক্টোবরঃ প্রতি বছর শিলিগুড়িবাসীকে আকর্ষণীয় পুজো মণ্ডপ উপহার দিয়ে থাকে শিলিগুড়ি রবীন্দ্র সংঘ।তবে এবছর বাধ সেধেছে করোনা।যে কারণে সরকারি নিয়মবিধি মেনে ছোট করেই পুজো করার সিদ্ধান্ত নিয়েছে রবীন্দ্র সংঘ।
এবছর ৬৮ বছরে পদার্পণ করতে চলেছে শিলিগুড়ি রবীন্দ্র সংঘের দুর্গা পুজো।বৃহস্পতিবার খুঁটি পুজোর মাধ্যমে শুরু হল পুজো মণ্ডপ তৈরির কাজ।
ক্লাব সম্পাদক শ্যামল নন্দী এবং সভাপতি তপন দত্ত জানান, করোনার সুরক্ষাবিধি মেনেই এবার পুজো সংগঠিত করা হবে।তবে এবার পুজার দিনগুলিতে বিভিন্ন সামাজিকমূলক কাজ করা হবে ক্লাবের পক্ষ থেকে।