শিলিগুড়ি,২৭ ফেব্রুয়ারিঃ সকল জিনিসের পাশাপাশি এখন শিক্ষা ব্যবস্থাতেও রয়েছে আধুনিকতার ছোঁয়া।বেসরকারি মাধ্যমের স্কুলগুলিতে দেখা যাচ্ছে ডিজিটাল ক্লাসরুম।তবে এখনও বেশকিছু সরকারী মাধ্যমের স্কুলগুলি এই সুযোগ সুবিধা থেকে পিছিয়ে রয়েছে।তাদের জন্য অভিনব উদ্যোগ নিল রোটারি ক্লাব।প্রায় ৩০টি স্কুলে তারা তৈরি করে দেবে ডিজিটাল ক্লাসরুম।তাদের এই প্রকল্পের নাম ই-বিদ্যা।
আগামী ২৯ ফেব্রুয়ারী দীনবন্ধু মঞ্চে এই প্রকল্পের উদ্বোধন হতে চলেছে বলে জানান রোটারি ক্লাব শিলিগুড়ির সভাপতি প্রমোদ আগরওয়াল।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী গৌতম দেব।শিলিগুড়ির যে সকল স্কুল এই প্রকল্পের মধ্যে রয়েছে সেই স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাদের সঠিক প্রশিক্ষনের ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গিয়েছে।