বিজনবাড়ি,১১ জুনঃ পঞ্চম দফার লকডাউনে বেশকিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে সরকারের তরফে।যে কারণে এর নাম রাখা হয়েছে ‘আনলক-১’।ধাপে-ধাপে খুলে যাচ্ছে বিভিন্ন রেস্তরা,শপিংমল।কিন্তু দেখা যাচ্ছে লকডাউন শিথিল হতেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।যে কারণে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে শিলিগুড়ি থেকে ৮৭ কিলোমিটার দূরে বিজনবাড়ির পুলবাজার হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
মাটিগাড়া হাটের পাশাপাশি জেলার সর্ববৃহৎ হাট পুলবাজার হাট।প্রতি সপ্তাহের শুক্রবার হাট বসে এখানে।যেখানে প্রচুর মানুষ আসেন।তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আগামি ১৩ জুন থেকে ২০ জুন পর্যন্ত হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানিয় কোভিড-১৯ হেল্প ডেস্ক এর সভাপতি পাসাং লেপচা বলেন, এই হাটে প্রচুর মানুষ আসেন।তাই সংক্রমণ ছড়ানোর আশংকা রয়েছে।যে কারণে আগামি ৩০ জুন পর্যন্ত এই হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।