বাগডোগরা, ২৭ ফেব্রুয়ারিঃ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরলেন নকশালবাড়ির প্রথম বর্ষের ডাক্তারী পড়ুয়া যুবরাজ মিশ্র।
২৭ কিলোমিটার হাঙ্গেরিতে বাসে করে বুদাপেট হয়ে দিল্লি হয়ে এদিন বাগডোগরা বিমানবন্দরে নামেন যুবরাজ।ভারতীয় দূতাবাস থেকে সহযোগিতা পেয়ে ধন্যবাদ জানান তিনি।এদিন শিলিগুড়ি মহকুমাশাসক ও পরিবারের সদস্যরা বিমানবন্দরে স্বাগত জানান যুবরাজকে।ছেলে ফিরে আসায় খুশি পরিবার।
এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুবরাজ জানায়, অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এখনো ভারতীয় দূতাবাস যোগাযোগ করতে পারছে না।তাদের যাতে দ্রুত দেশে ফেরানো যায় তার আবেদন করেন তিনি।
এই বিষয়ে শিলিগুড়ির মহকুমাশাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল বলেন, রাজ্যের রেসিডেন্ট কমিশনার যুবরাজের সঙ্গে যোগাযোগ ছিল, দিল্লি থেকে বাগডোগরায় ফেরানোর পুরো ব্যবস্থা রাজ্য সরকার নিজের উদ্যোগে করেছে।তবে আরও কতজন আটকে রয়েছে তার তথ্য এখনো আমাদের হাতে নেই।