কোচবিহার,১১ মার্চঃ আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে কোচবিহারের গুড়িয়াহাটি ২ গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দর কলোনীতে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।তাকে সামনে পেয়ে পানীয় জল এবং রাস্তা নিয়ে বিভিন্ন অভিযোগ করলেন গ্রামের মহিলারা।
বিজেপি প্রার্থী ঘোষণা হবার পরে বিকশিত ভারত কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এদিন নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত গুড়িয়াহাটি ২ গ্রাম পঞ্চায়েতের রেলগেট এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। ব্যাঙ চাতরা রেলগেট এলাকায় এটি সভা করার পর তিনি শ্যামসুন্দর কলোনীতে যান।সেখানেই তাকে আটকে গ্রামের সমস্যার কথা বলেন মহিলারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে এলাকার রাস্তা। বর্ষায় জল জমে যায়।অন্যদিকে স্থানীয় নালাগুলো পরিষ্কার করা হয় না।সাথে রয়েছে পানীয় জলের সমস্যা।
যদিও এই বিষয়ে নিশীথ প্রামাণিক জানান, তিনি সহযোগিতা করতে চাইলেও স্থানীয় গ্রাম পঞ্চায়েত তৃণমূলের অধীনে তাই তারা সাংসদের কোনোরকম সহযোগিতা নেয় না।
যদিও পাল্টা অভিযোগ করে গুড়িয়াহাটি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ মল্লিক বলেন, গ্রামে বহু কাজ হচ্ছে। নিশীথ প্রামাণিক ভোট পাখি, তাই ভোটের সময় এসেছেন।