শিলিগুড়ি,১৩ এপ্রিলঃ যুবরাই দেশের ভবিষ্যৎ। তা বাস্তবায়িত করতে ২০২২ সাল থেকে কেন্দ্রের উদ্যোগে শুরু হয়েছে “রোজগার মেলা”। কেন্দ্রের বিভিন্ন বিভাগে সরাসরি চাকরি পাইয়ে দিতেই এই মেলার আয়োজন বলে জানা গেছে।বৃহস্পতিবার দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি এরাজ্যেও রোজগার মেলার আয়োজন করা হয়।এদিন এনজেপি ভিআইপি গেস্ট হাউসে এই মেলার আয়োজন করা হয়।কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, সাংসদ জয়ন্ত রায় সহ অন্যান্য বিজেপি বিধায়কদের উপস্থিতিতে এদিন ২৫৬ জন যুবক-যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
এদিন নিশীথ প্রামাণিক জানান, রাজ্যে বর্তমানে সরকারী -বেসরকারী বিভাগে কোন কর্মসংস্থান নেই।রাজ্যে শিল্প মুখ থুবরে পড়েছে।শুধু মাত্র চুরি, লুটপাটের রাজত্ব চলছে।রাজ্যের উচিত বেকার যুবক যুবতীদের স্বার্থে কেন্দ্রের মতো এমন কর্মকান্ডের ভাবনা নিয়ে যুবদের চাকরি দিয়ে স্বনির্ভর করে তোলা।
