বাগডোগরা, ৯ ডিসেম্বরঃ গোয়ায় নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত বাগডোগরার সুভাষ ছেত্রীর কফিনবন্দী দেহ ফিরল ঘরে। রবিবার রাতে গোয়ার একটি নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয় বাগডোগরার বানুরছাট এলাকার বাসিন্দা ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর।
২০২৩ সালে সেফের কাজে যোগ দিতে গোয়ার নাইট ক্লাবে গিয়েছিলেন সুভাষ। এই ঘটনায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে।আজ গোয়া থেকে বাগডোগরা বিমানবন্দরে কফিনবন্দী দেহ আসতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়।কান্নায় ভেঙে পড়েছেন সুভাষের মা টঙ্কা মায়া ছেত্রী।
এদিন মৃত সুভাষকে শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন বিধায়ক ছোটন কিস্কু, সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা সহ অন্যান্যরা। জানা গিয়েছে, পরিবারের একমাত্র ভরসা ছিলেন সুভাষ। সুভাষের মৃত্যুর পর পরিবারের সহায়তার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন পরিবারের সদস্যরা।
