শিলিগুড়ি,৩০ নভেম্বরঃ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে শিলিগুড়িতে মিছিল দার্জিলিং জেলা তৃণমূল নমঃশূদ্র ও উদ্বাস্তু সেল এর।
বৃহস্পতিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এয়ারভিউ মোড়ের কাছে গিয়ে শেষ হয়।মিছিলে শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকার প্রচুর মতুয়া ও উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষেরা উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার।
তিনি বলেন, ২০০৯ সালে কেন্দ্রীয় সরকার মতুয়া ও উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব দেবে বলে CAA আইন পাস করে। তবে সেই আইল এখনও পর্যন্ত কার্যকর করা হয়নি। তাই আবারও লোকসভা ভোটের আগে রাজ্যের মানুষকে ধোঁকা দিতে অমিত শাহ জনসভা থেকে বলছেন রাজ্যে CAA লাগু হবে।বিজেপি শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। কেন্দ্রীয় সরকার রাজ্যের সাধারণ গরিব মানুষকে বোকা বানাচ্ছে। এর আমরা তীব্র ধিক্কার জানাই।