শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায় জমি দখল করে বিবাদ ও অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছে দুইজন। সেই ঘটনার প্রতিবাদে বাগডোগরায় বিজেপির নেতৃত্বে প্রতিবাদ মিছিল করা হয়েছে।
ফাঁসিদেওয়ার ঝমকলাল জোত এলাকার ঘটনা। কিছুদিন আগে এক আদিবাসি পরিবারের উপর হামলার অভিযোগ ওঠে। পরে পুলিশ তদন্তে নেমে হামলাকারীদের মধ্যেই দুইজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার প্রতিবাদ মিছিলে ছিলেন বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু। ঘটনায় দোষীদের শাস্তির দাবির পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
