রাজগঞ্জ, ৯ নভেম্বরঃ রাজগঞ্জের ঐতিহ্যবাহী কালি পূজো রাজগঞ্জ থানার কালি পুজো। জোর কদমে চলছে সেই পুজোর প্রস্তুতি। ব্রিটিশ আমল থেকেই এই পুজো হয়ে আসছে বলে জানা গিয়েছে। প্রায় ১০০ বছর ধরে রাজগঞ্জ থানায় এই পুজো হয়ে আসছে। রাজগঞ্জ থানার পুলিশ, ব্যবসায়ী সমিতি এবং এলাকাবাসিদের যৌথ উদ্যোগে এই পূজা হয়ে আসছে। এবছরও জোরকদমে চলছে তার প্রস্তুতি।
দেশ স্বাধীনের আগেই এই রাজগঞ্জ থানা রয়েছে। থানা তৈরির পর থেকেই সেই ব্রিটিশ আমল থেকে এই থানায় পুজো হয়ে আসছে। প্রথমে থানার সামনে বাঁশের বেড়া ও টিনের চালার একটি ঘরে মা কালির পূজা হতো। পরে নতুন পাকা মন্দির করে বেনারস থেকে মা কালির পাথরের প্রতিমা নিয়ে এসে এখানে স্থাপিত করা হয়।আগামী ১২ তারিখ জেলা পুলিশ সুপার এবং বিধায়ককে দিয়ে উদ্বোধন করা হবে এই পুজোর।