সেবা সপ্তাহ উপলক্ষে সাফাই অভিযান চালালো নকশালবাড়ি মন্ডল বিজেপি

নকশালবাড়ি,২৮ সেপ্টেম্বরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আগামী ২রা অক্টোবর পর্যন্ত সেবা সপ্তাহ পালন করছে বিজেপি।‌‌ সেইমতো বৃহস্পতিবার নকশালবাড়ি মন্ডল বিজেপির উদ্যোগে সাফাই অভিযান করা হয়।‌‌


এদিন নকশালবাড়ি রেলস্টেশনের দুপাশে আগাছা পরিষ্কার করে কীটনাশক ব্যবহার করা হয়।‌উপস্থিত ছিলেন নকশালবাড়ি মন্ডল সভাপতি মংলু রায়,মন্ডলের ইনচার্জ ববিতা ছেত্রী,সাধন চক্রবর্তী,শৈলেন রায় বরতু রায় সহ অন্যান্যরা।

মন্ডল সভাপতি মংলু রায় জানান, পরিচ্ছন্নতা বজায় রাখতে এই কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি মন্ডল ইনচার্জ ববিতা ছেত্রী বলেন, রেললাইনে বাড়ির নোংরা না ফেলে সকলে মিলে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এর জেরে পথচলতিদের সমস্যা হতো বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *