রাজগঞ্জ, ১৩ নভেম্বরঃ সম্প্রীতির মেলবন্ধন রাজগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের কালি পুজো।দীর্ঘ ১০ বছর ধরে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মিলে ধুমধাম করে কালিপুজো করে আসছেন।বাড়ি বাড়ি ঘুরে বাঁশ ও পুজোর চাঁদা সংগ্রহ করে সবাই মিলে কালী পুজোর আয়োজন করেন।
রাজগঞ্জে ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের খালপাড়ায় দশ বছর ধরে এই পুজো হচ্ছে। পুজো উপলক্ষে সন্ধ্যায় জমে ওঠে মিলন মেলা। পুজোর মাধ্যমে সম্প্রীতির বার্তা দেন উদ্যোক্তারা।
পুজো কমিটির সদস্যরা জানান, সম্প্রীতির মেলবন্ধন আমাদের এই সীমান্তবর্তী এলাকার কালী পুজো। আমরা সকলে মিলে চাঁদা তুলে স্কুলের মাঠে পুজোর আয়োজন করি।পুজোর দুদিন এলাকাবাসীদের নিয়েই চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।