রাজগঞ্জ,২২ সেপ্টেম্বরঃ বিশেষ চাহিদা সম্পন্নদের শংসাপত্র দেওয়ার উদ্দেশ্যে শিবিরের আয়োজন। শুক্রবার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের সভা কক্ষে এই শিবির করা হয়। এদিন বিভিন্ন এলাকা থেকে বিশেষ চাহিদা সম্পন্নরা ডাক্তারি পরীক্ষা করাতে এই শিবিরে আসেন।
এবার প্রথম বিশেষ চাহিদা সম্পন্নদের সার্টিফিকেট দেওয়ার গোটা প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে করা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করার পর উপযুক্ত বিশেষ চাহিদা সম্পন্নদের নাম নথিভুক্ত করা হবে।
রাজগঞ্জের ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় বলেন, রাজগঞ্জ ব্লক ও জলপাইগুড়ি সদর ব্লকের দুয়ারে সরকার শিবিরে যারা বিশেষ চাহিদা সম্পন্ন সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করেছে তাদেরকে আজ মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হল। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, সার্জারি ও অর্থোপেডিক বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এছাড়া চোখ এবং ই এন টি বিভাগের সার্টিফিকেট পাওয়ার জন্য যারা আবেদন করেছেন, তাদেরও ডাক্তারি পরীক্ষা হবে আগামী ২৫ সেপ্টেম্বর জলপাইগুড়ি মেডিকেল কলেজে। আজ যারা এই শিবিরে আসতে পারেনি, তারা ২৫ তারিখের শিবিরে যেতে পারবে।