রাজগঞ্জ, ৩ ফেব্রুয়ারিঃ রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে চালু হল শূন্য বিল পলিসি।শনিবার ওয়েস্ট বেঙ্গল স্টেট ডক্টর কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সুশান্ত রায়ের উপস্থিতিতে এই প্রকল্পের সূচনা করা হল।
জানা গিয়েছে, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে শূন্য বিল পলিসি আনার ফলে হাসপাতালে ভর্তি থাকা রোগীকে ছুটি দেওয়ার সময় তাকে একটি বিল দেওয়া হবে। ওই রোগীর চিকিৎসা বাবদ কত টাকা খরচ হয়েছে তা বিলে উল্লেখ থাকবে।শনিবার এই প্রকল্পের সূচনা লগ্নে হাসপাতাল থেকে ছুটি হওয়া রোগীদের হাতে ওই বিল এবং একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।
এদিন উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, বিএমওএইচ রাহুল রায় ও পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার সহ অন্যান্যরা।
উত্তরবঙ্গের প্রাক্তন ওএসডি সুশান্ত রায় বলেন, দক্ষিণবঙ্গের বিভিন্ন হাসপাতালে শূন্য বিল পলিসি চালু হয়েছে।এখন থেকে হাসপাতালে ভর্তি থাকা রোগীকে ছুটি দেওয়ার সময় তাকে একটি বিল দেওয়া হবে।ওই রোগীর চিকিৎসা বাবদ কত টাকা খরচ হয়েছে তা বিলে উল্লেখ থাকবে।সরকার যে তার পাশে আছে সেই বার্তা দেওয়ার জন্যই এই প্রকল্প।সম্ভবত উত্তরবঙ্গে এই প্রথম শূন্য বিল পলিসি চালু করা হল।এর আগে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল বিভিন্ন পুরস্কার পেয়ে অন্য হাসপাতাল গুলিকে পথ দেখিয়েছে।এই শূন্য বিল পলিসিও অন্য হাসপাতাল গুলিকে পথ দেখাবে বলে মনে করেন তিনি।