ফুলবাড়ি, ১৭ জানুয়ারিঃ ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের কাঁটাতারের বেড়ার ওপারে চম্পদগছে বসবাসকারীদের খোঁজ নিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। বুধবার ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে গিয়ে পরিবারগুলির অভাব, অভিযোগ ও সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন তিনি।
রাজগঞ্জের ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৪৫ টি পরিবার ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে বসবাস করে।হাট-বাজার, শিক্ষা, স্বাস্থ্য ও রুটিরুজি সহ যাবতীয় প্রয়োজনে কাঁটাতারের বেড়া পেরিয়ে আসতে হয় পরিবারগুলিকে।আজ ওই পরিবার গুলির সঙ্গে দেখা করতে যান রাজগঞ্জের বিডিও।সেখানকার বাসিন্দাদের অভাব অভিযোগের কথা শোনেন তিনি।
এই বিষয়ে বিডিও প্রশান্ত বর্মন বলেন, জিরো পয়েন্টে ৪৫টি ভারতীয় পরিবার রয়েছে।পরিবারগুলি লক্ষীর ভান্ডার, বয়স্করা বার্ধক্য ও বিধবা ভাতা এবং কন্যাশ্রী, ঐক্যশ্রী সহ রাজ্য সরকারের যে অন্যান্য প্রকল্পগুলি রয়েছে, সেসব পরিষেবা পাচ্ছে কিনা তা জানতে এই গ্রামে এলাম। বাসিন্দারা কিছু অভাব ও আবদারের কথা জানালেন। যে পরিবার বা ব্যক্তি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য তা দেওয়ার চেষ্টা করবো।
এদিন বাসিন্দারা বলেন, এই প্রথম কোনো বিডিও আমাদের খোঁজ নিতে গ্রামে এলেন।আগে কোনোদিন বিডিও আমাদের গ্রামে আসেননি। বিডিও-কে গ্রামে পেয়ে আমরা খুব খুশি। আমরা তার কাছে অভাব অভিযোগ ও সমস্যার কথা জানালাম। বিডিও সাহেব সমাধানের আশ্বাস দিয়েছেন।