শিলিগুড়ি,৭ মার্চঃ কয়েক কোটি টাকার সোনার বিস্কুট সহ দুজনকে গ্রেফতার করল ডিআরআই।ধৃতরা হল মনজিত(৩৩)ও অঙ্কিত(২৪)।ধৃতরা দুজনই হরিয়ানার বাসিন্দা।
গোপন সূত্রের মাধ্যমে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাস দিয়ে বিহার হয়ে দিল্লীর গুরগাঁও’এ বিদেশি সোনা পাচারের খবর পৌছায় ডিআরআই এর শিলিগুড়ি ইউনিটের কাছে।সেইমতো বুধবার সন্ধ্যায় ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাস দিয়ে যাতায়াতকারি গাড়িগুলিতে নাকা তল্লাশি চালায় ডিআরআই।তল্লাশি চলাকালীন একটি চারচাকা গাড়ি দাড় করাতে গেলে গাড়িটি দ্রুতগতিতে সেখান থেকে বেরিয়ে যায়।এরপরই ডিআরআই শিলিগুড়ি ইউনিট দিল্লী ইউনিটকে বিষয়টিকে জানিয়ে গাড়িটির পিছু নেয় এবং বিহারের আরারিয়াতে গাড়িটিকে আটক করে।গাড়ি থেকে ৭০টি সোনার বিস্কুট উদ্ধার হয়।যার ওজন ১১ কেজি ৬২০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৫৪ লক্ষ ১৩ হাজার ৮০০ টাকা।ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে।উদ্ধার হওয়া সোনার কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি ধৃত যুবকেরা।বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেলা হেপাজতের নির্দেশ দেন।গোটা ঘটনার তদন্তে নেমেছে ডিআরআই।