রাজগঞ্জ, ১২ অক্টোবরঃ রাজগঞ্জের দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দিরের সৌন্দর্যায়ন সহ উন্নয়নমূলক কাজের শিলান্যাস করা হল। গজলডোবা ডেভলপমেন্ট অথরিটির আর্থিক সহায়তায় এই কাজ করা হবে। বৃহস্পতিবার প্রকল্পের শুভ শিলান্যাস করেন জিডিএ’র ভাইস চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের শিকারপুরের ঐতিহ্যবাহী এই মন্দিরটি দুই শতাধিক বছরের পুরনো। প্রতিদিন অনেক ধর্মপ্রাণ মানুষ ও পর্যটকরা মন্দির দর্শনে আসেন। ২০১৮ সালে মন্দিরটি আগুনে পুড়ে যায়। পরবর্তীতে রাজ্য সরকারের পক্ষ থেকে একই আদলে মন্দির ও মূর্তি তৈরি করা হয়।
বিধায়ক খগেশ্বর রায় বলেন, জিডিএ’র পক্ষ থেকে মন্দিরের সীমানা প্রাচীর, গেট, সোলার লাইট ও মন্দিরে আসা মানুষদের জন্য বসার ব্যবস্থা করা হবে। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৯২ লক্ষ টাকা। আজ সেই কাজের শিলান্যাস করা হল।
এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিডিএ’র এক্সিকিউটিভ অফিসার পিউস সালোঙ্কে , রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সহ এলাকার জনপ্রতিনিধিরা।