শিলিগুড়ি,২৮ ডিসেম্বরঃ রাজবংশী চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে শিলিগুড়িতে শুরু হল পঞ্চমতম আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই উৎসব শুরু হয়। দুদিন ব্যাপী চলবে এই উৎসব।
আজ দীনবন্ধু মঞ্চে ও আগামীকাল গোসাইপুরে এই উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রায় ১৫ টির বেশি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব এখানে প্রদর্শিত হবে। রাজবংশী সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি ইত্যাদি এই উৎসবের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আয়োজক সংস্থা। এবছর এই উৎসবের পঞ্চমতম বর্ষে রাজবংশের সম্প্রদায়ের বিশিষ্ট শিল্পীদের দ্বারা অভিনীত চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত হবে।
এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজবংশী চলচ্চিত্রের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে।