শিলিগুড়ি,২৬ সেপ্টেম্বরঃ বকেয়া টাকা দিতে দেরি হওয়ায় বিনা চিকিৎসায় ও পরিবারের সঙ্গে কথা না বলেই বৃদ্ধাকে রেফারেল ডিসচার্জ দেওয়ার অভিযোগ শিলিগুড়ির এক নার্সিংহোমের বিরুদ্ধে।সেই ঘটনাতেই শিলিগুড়ির কলেজ পাড়ার এক নার্সিংহোমের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক তুলসী প্রামাণিককে ডেপুটেশন দিলেন ৩ নম্বর বরোর চেয়ারপার্সন মিলি সিনহা।
জানা গিয়েছে, গত ১৩ তারিখে পেট ব্যাথা ও বমি নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন ৭২ বছরের বৃদ্ধা দিপালী পাল। বৃদ্ধার ছেলে প্রসেনজিৎ পালের অভিযোগ, তিনি প্রথমে ১ লক্ষ টাকা জমা দেন।পরবর্তীতে নার্সিংহোমের তরফে আরো বকেয়া টাকা অবিলম্বে জমা দিতে বলা হয় তাকে।তখন তিনি জানান তার কিছুটা সময় লাগবে বকেয়া টাকা দিতে।অভিযোগ, এই বকেয়া টাকা দিতে দেরি করায় বিনা চিকিৎসায় ওই বৃদ্ধাকে কারোর অনুমতি না নিয়েই হঠাৎই রেফারেল ডিসচার্জ করে দেওয়া হয়।
এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করে আজ মিলি সিনহা সহ আরও বেশ কিছু জন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দেন। অন্যদিক আরও বেশকিছু কারণ নিয়ে ওই নার্সিংহোমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা। যদিও এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।