শিলিগুড়ি,৪ জুলাইঃ শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙল শিলিগুড়ি পুরনিগম। হাইড্রেন দখল করে দোকান থাকায় এর আগে পুরনিগম বেশ কয়েকবার বাড়ি মালিককে নোটিশ দিয়েছিল। এরপরও সেই নির্মাণ না ভাঙায় বৃহস্পতিবার সকাল থেকে পুরনিগমের কর্মীরা অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে।
এদিন সকাল থেকে খালপাড়ার ফাঁড়ির পুলিশ ও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে হাইড্রেনের উপরে থাকা অবৈধ নির্মাণটি ভেঙে দেওয়া হয়। অন্যদিকে অবৈধ নির্মাণ ভাঙতেই বাড়ি মালিক ক্ষোভ প্রকাশ করেন।এলাকায় বহু জায়গায় অবৈধ নির্মাণ ও হাইড্রেন দখল করে বাড়ি দোকান থাকলেও সেগুলির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছেনা তা নিয়ে প্রশ্ন তোলেন।
গত কয়েক সপ্তাহ ধরে পুরনিগম অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান শুরু করেছে। হাইকোর্টের নির্দেশেও বেশকিছু নির্মাণ ভাঙা হয়েছে।