শিলিগুড়ি,২৯ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের ২৪ এবং ৩৬ নম্বর ওয়ার্ডের ভারতনগর ও মধ্য শান্তিনগর এলাকার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে জোড়াপানী নদী। অতীতে নদী পেড়িয়েই চলত যাতায়াত। পরবর্তীতে সমস্যা সমাধানে দাবি উঠেছিল সেতু নির্মাণের। সেই মোতাবেক বছর আট আগে সেতু নির্মাণও হয়। তবে সেতুর সংযোগকারী রাস্তা না থাকায় বিপাকে পড়েছেন স্থানীয়রা।
সেতুটি রাস্তা থেকে কমপক্ষে তিন ফুট উচ্চতায় রয়েছে। এই পরিস্থিতিতে সংযোগকারী রাস্তা না থাকায় হাঁটা পথেও চলাচল করা অসাধ্য হয়ে ওঠে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের তরফে মধ্য শান্তিনগর এলাকায় সেতুর সামনে কংক্রিটের টুকরো দিয়ে সেতুতে ওঠার বন্দোবস্ত করা হয়।উল্টোদিকে রয়েছে সিড়ি। তবে এতে বিপদের আশংকা বেড়েই চলেছে। প্রায়দিনই ঘটছে দূর্ঘটনা। সেতুতে উঠতে গিয়ে পড়ে গিয়ে জখম হচ্ছেন অনেকেই।
এই বিষয়ে ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জল শীল শর্মা জানান, বিষয়টি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের নজরে আনা হয়েছে। দ্রুত কাজ হবে।