শিলিগুড়ি,২৪ ডিসেম্বরঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে ২৫ ডিসেম্বর থেকে ফের পাহাড়ে চলবে টয়ট্রেন।রাজ্য সরকারের অনুমতি পাওয়ার পরই টয়ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর।
রেল সূত্রে খবর, বর্তমানে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত তিনজোড়া জয়রাইড শুরু করা হচ্ছে।করোনা সুরক্ষা মেনেই চলবে টয়ট্রেন।
ডিএইচআর এর ডিরেক্টর অরবিন্দ কুমার মিশ্রা বলেন, টয়ট্রেন চালানোর বিষয়ে ডিএমকে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল।এরপর ডিএম এর মাধ্যমে রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব পাঠানো হয়।অবশেষে ২৫ ডিসেম্বর থেকে টয়ট্রেন চালানোর অনুমতি পাওয়া গিয়েছে।আপাতত দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত টয়ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে।পরবর্তীতে শিলিগুড়ি থেকেও এই পরিষেবা চালু করা হবে।