আলিপুরদুয়ার, ১৬ এপ্রিল : ফের চিতাবাঘের হানায় আহত হলেন এক মহিলা চা শ্রমিক। ঘটনিটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার রাজাভাত চা বাগানে।
এদিন সকালে বাগানে নয় নম্বর সেকশনে করছিলেন সকিলা আনসারি।সেই সময় আচমকা একটি চিতাবাঘ তার উপর ঝাপিয়ে পড়ে। পরবর্তীতে অন্যান্য শ্রমিকরা চলে আসলে চিতাবাঘটি পালিয়ে যায়। মহিলাকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।